[ad_1]
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – কৃষকদের হাতে নিগৃহীত হলেন এগ্রিকালচরাল এক্সটেনশন অফিসার বিদ্যুৎ বরণ মন্ডল। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল নন্দীগ্রামের কৃষি মান্ডির অন্তর্গত হরিপুর অঞ্চলের ৫ নম্বর ব্লকে।
অভিযোগ কৃষিবীজ না পাওয়া কৃষকরা গনডেপুটেশন জমা দিতে এসে মারধর করেন তাকে। তবে নিগ্রহের ব্যাপারটিকে গণঅবস্থান বন্ধের চক্রান্ত বলে দাবি করেছেন কৃষকরা। অবস্থা জটিলতর হয়ে উঠলে স্থানীয় পুলিশ প্রশাসন বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হয়ে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
স্থানীয় সূত্রের খবর, নন্দীগ্রামের ১নম্বর ব্লকের ১০টি অঞ্চলের মধ্যে শুধু মাত্র ৫ নম্বর ব্লক ছাড়াও বাদবাকি ৯ টি অঞ্চল কৃষিবীজ পেয়েছে। তাই ৫ নম্বর ব্লকের যে সকল কৃষক কৃষি বীজ পাইনি তারা সকলে দলবেঁধে গন ডেপুটেশন জমা দিতে যান কৃষি আধিকারিক বিদ্যুৎ বরুন মন্ডলের কাছে।
অভিযোগ কৃষি আধিকারিক তাদের ডেপুটেশন না মানায় সকলের তার অফিসের সামনে গণঅবস্থান দেখাতে থাকে এবং একপর্যায়ে আধিকারিককে হেনস্থাও করেন তারা। যার ফলে আধিকারিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।
তবে হেনস্থার ঘটনা অস্বীকার করেছেন কৃষকরা তারা এটিকে তাদের গণঅবস্থান বন্ধের চক্রান্ত বলে দাবি করছেন। শেষমেষ অবস্থা বেগতিক দেখে কৃষি দফতরের অন্যান্য কর্মীদেরও অনুরোধ স্থানীয় পুলিশ প্রশাসন বিশাল বাহিনী নিয়ে এসে অবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এই সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে নিগৃহীত এগ্রিকালচারাল এক্সটেনশন অফিসার বিদ্যুৎ বর্মন মন্ডল জানান,” আমি শান্তভাবেই ওদের সাথে কথা বলে ওদেরকে বোঝাতে গেছিলাম কিন্তু ওরা আমার একটাও কথা না শুনে আমাকে মারধর করে”।
[ad_2]