[ad_1]
বিটুল কৃষ্ণ পাল, বোলপুর – বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে সমাজের সকল শ্রেণীর ভিন্নভাবে সক্ষম মানুষদের দেশের উন্নয়নে অংশ গ্রহন ও নেতৃত্বের গুরুত্বকে সন্মান জানাতে বোলপুর টাউন ক্লাবের উদ্যোগে বোলপুর ডাকবাংলা ময়দানে শুক্রবার ৩রা ডিসেম্বরে অনুষ্ঠিত হয় এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ।

এই ক্রিকেট ম্যাচে অংশ গ্রহণ করেন পশ্চিম বঙ্গ ক্রিকেট এসোসিয়েশনের ভিন্ন ভাবে সক্ষম ক্রিকেট দল যার মধ্যে কয়েকজন খেলোয়াড় জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন । অন্য টিমটিতে ছিল বোলপুর টাউন ক্লাবের প্রশিক্ষণরত ক্রিকেট খেলোয়াড়রা।

এই সৌহার্দ্যপূর্ণ ম্যাচ খেলতে এসে দুই দলের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা। ওদের ক্রিকেট ম্যাচে উৎসাহ দিতে মাঠে হাজির হয়েছিলেন বোলপুর টাউন ক্লাবের সভাপতি অনিল হাজরা, সম্পাদক অনুপ গাঙ্গুলী, টাউন ক্লাবের ক্রিকেট প্রশিক্ষণ বিভাগের অরিজিৎ রায় । তাছাড়া মাঠে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট জন ও ক্রিকেট প্রেমীরা। খেলার ফলাফলে জয়ী হলেন পশ্চিম বঙ্গ ক্রিকেট এসোসিয়েশনের ভিন্ন ভাবে সক্ষম বিভাগের দল। ফলে মাঠে উপস্থিত সকলের কাছে বিশ্ব প্রতিবন্ধী দিবসের অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল।
[ad_2]