[ad_1]
নিজস্ব প্রতিনিধি, মানাউস – ব্রাজিলের কাছে ৬-১ ব্যবধানে হেরেছে ভারতের মহিলা ফুটবল দল। তবুও ভেঙে পড়তে নারাজ ভারতের হয়ে একমাত্র গোল করা মণীষা কল্যাণ। শনিবার তাঁর জন্মদিন। ব্রাজিলে বিরুদ্ধে খেলা, তারপর সেই ম্যাচে গোল, স্বপ্নপূরণ হয়েছে ২০-তে পা দেওয়া মণীষার।
ম্যাচের শেষে মণীষা কল্যাণ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে বলেছেন, “ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পেরে আমার স্বপ্নপূরণ হয়েছে এবং ওদের বিরুদ্ধে গোল আমার খুশিতে আলাদা মাত্র যোগ করেছে। ফরমিগার সঙ্গে একই মাঠে থাকাটা বড় ব্যাপার। আমি আশা করি আমরা এই অভিজ্ঞতা থেকে শিখতে পারব এবং পরবর্তী ম্যাচে আরও ভালো পারফর্ম করতে পারব। আমরা সব সময়ই জানি ব্রাজিলের মতো মানসম্পন্ন দলের বিরুদ্ধে খেলাটা কঠিন। কিন্তু যখন আমরা মাঠে প্রবেশ করেছিলাম সেই চাপটা ছেড়ে ফেলেছিলাম। এটাই আগামী ম্যাচগুলোতে আমাদের করতে হবে এবং খোলা মনে খেলতে হবে।”
তিনি আরও বলেছেন, “আমি ১৩ বছর বয়স থেকে খেলছি। যখন আমার কোচ ব্রাহ্মিজি স্যার আমাকে খেলা পরিবর্তন করতে বলেছিলেন, তখন আমি অ্যাথলেটিক্স থেকে ফুটবলে এসেছিলাম। ফুটবলের টিমগেমটা আমাকে টানত। এই খেলাটার প্রতি খুব তাড়াতাড়ি আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার গ্রামের অনেকেই চাইত না আমি খেলি। বিশেষ করে একটা মেয়ে ফুটবল খেলবে সেটা ওরা যেন মেনে নিতেই পারত না। কিন্তু আমার পরিবারকে আমি সব সময় আমার পাশে পেয়েছি। ওরা আমাকে প্রতি মুহূর্তে সমর্থন করেছে।”
[ad_2]