[ad_1]
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতীয় দলে অভিষেক হয় ভেঙ্কটেশ আইয়ারের। তিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ২০ রান করেন। এর পাশাপাশি তিন ওভার বল করে ১২ রান দিয়ে ১ টি উইকেট তুলে নেন তিনি। এর পরেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা।
রবিবার ম্যাচের শেষে রোহিত শর্মা বলেছেন, “ভেঙ্কটেশ আইয়ারকে দক্ষতার সঙ্গে ওই ওভারগুলোতে বল করতে দেখে ভালো লেগেছে। ওর কথা মাথায় রেখে আমাদের সামনে এগিয়ে যাওয়া দরকার। ও নিঃসন্দেহে ভবিষ্যতে আরও উজ্জ্বল পারফর্ম করবে”।
তিনি আরও বলেছেন, “ব্যাটার হিসেবে আইয়ারকে একটা নির্দিষ্ট ভূমিকা দেওয়ার কথা ঠিক করেছি আমরা। আইপিএলে ও নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেন করে। যদিও সেটা জাতীয় দলে এই মুহূর্তেই সম্ভব নয়। তাই ওকে আমরা বলেছি পাঁচ, ছয় কিংবা সাত নম্বরে ব্যাট করতে হবে। ও সেই ভাবেই নিজেকে প্রস্তুত করছে”।
[ad_2]