[ad_1]
নিজস্ব প্রতিনধি , বীরভূম – টলিউডে আবারও থাবা বসাল করোনা ভাইরাস।ভ্যাক্সিনের দুটো ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন গায়ক শিলাজিৎ মজুমদার।বর্তমানে এই সঙ্গীত শিল্পী বীরভূমে নিজের গ্রামের বাড়িতেই আইসোলেটেড রয়েছেন।গায়কের কথায় এতদিন কিছু হলোনা , দুটো ভ্যাক্সিন নেওয়ার পরেই তিনি কোভিড আক্রান্ত হলেন।

কিছুদিন আগেই বীরভূমে নিজের গ্রামের পৈতৃক বাড়িতে গিয়েছিলেন তিনি।গায়কের সোশ্যাল মিডিয়া ঘাটলে বীরভূমের প্রাকৃতিক দৃশ্য চোখে পরে।শিলাজিৎ অবশ্য জানিয়েছেন , তিনি ভালই আছেন , কোন অসুবিধা নেই তার।অল্প জ্বর রয়েছে এবং কোন গন্ধ পাচ্ছেননা।তাই সন্দেহর বশেই করোনা টেস্ট করান তিনি।তখনই রিপোর্ট পজেটিভ আসে।

তিনি আরও বলেন ‘আমরা জীবনে যতই বি – পজেটিভ , বি – পজেটিভ বলি না কেন এইখানে সব কিছুই ঘেঁটে যায়’।চিকিৎসকের পরামর্শে এর আগেও একবার তিনি কোভিড টেস্ট করিয়েছিলেন কিন্তু তখন রিপোর্ট নেগেটিভই এসেছিল।
[ad_2]