[ad_1]
নিজস্ব প্রতিনিধি , মালদহ – ইংরেজবাজার থানার পুলিশের হাতে ফের গ্রেফতার আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পাঁচজন পান্ডা। রবিবার ভোর রাতে মালদহ শহরের কাছে ৩৪ নম্বর বাইপাসের ওপরে পুলিশের নাকা তল্লাশিতেই মাদক চক্রের ধৃতদের সঙ্গে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা। ইতিমধ্যেই এই চক্রের সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত পাঁচজনের মধ্যে জয়ন্ত বর্মন ও আজিজুল ইসলাম এই দুই জনের বাড়ি আলিপুরদুয়ার জেলাতে। তারমধ্যে বাকি তিনজনের মধ্যে আব্দুল করিম ও সাদেক এই দুই জনের বাড়ি মালদহের কালিয়াচকের আর নূর হোসেনের বাড়ি বৈষ্ণবনগরে এলাকায়।
অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫১কেজি গাঁজা। আজ ধৃত পাঁচ জনকে মালদহ জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে।বিপুল এই মাদকের বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। পুলিশ জানতে পেরেছে মনিপুর থেকে আনা হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা।
ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, “ সন্ধ্যেবেলা খবর পেয়ে খালাকাটা জলপাইগুড়ি থেকে প্রচুর পরিমাণে গাজা ভর্তি একটি গাড়ি আসছে। যেই গাড়ির নাম্বারও জেনে গিয়েছিলো পুলিশ। এছাড়াও পুলিশ জানতে পারে , এই চক্র চলছে ওখানকার কিছু স্থানীয় লোকের মদতে , যার সাহায্যে ধৃতরা মালদহের যেকোনো রাস্তায় একসাথে হয়ে মাদক ছড়িয়ে দিতে পারে। ধৃতরা এই মাদক নিয়ে মুর্শিদাবাদে হাতবদল করার পরিকল্পনায় ছিল। সেই খবরের জেরে নাকা তল্লাশি শুরু করে ওই ৫ মাদক চক্রের পান্ডাকে গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গে গাড়ি ও তার মধ্যে থাকা প্রচুর পরিমাণ গাঁজাও উদ্ধার করে পুলিশ”।
[ad_2]