[ad_1]
নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর – লাইন পারাপার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। অকালে চলে গেলো একটি প্রাণ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নারায়ন পাকুড়িয়া স্টেশনে মেল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল সনজিত্ সামন্ত নামে ৩২ বছর বয়সী একজন যুবকের।জানা গিয়েছে, মৃত যুবকটি পাঁশকুড়ার চাঁপাডালি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেল লাইন পারাপার হওয়ার সময় আচমকা হাওড়াগামী দূরপাল্লার ট্রেন মেইন লাইনে এসে যায় যার ফলে ট্রেনের ধাক্কায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তাঁর দেহ। এই দুর্ঘটনাটির ফলে কিছুক্ষণের জন্য মেদিনীপুর পাঁশকুড়াগামী সমস্ত ট্রেন আটকে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার সবাইকে ওই রেল লাইনের উপর দিয়ে পারাপার করতে হয় এছাড়া কোনো বিকল্প পথ নেই। কারণ রেল লাইনের নীচের রাস্তাটি অনেকটা নিচু এবং পাশে একটি খাল থাকার জন্য অধিকাংশ রাস্তাটি জলের মধ্যে ডুবে থাকে। ওভারব্রীজ না থাকার কারণে সেই এলাকার স্থানীয় মানুষজন একাধিক এমন অনেক দুর্ঘটনার শিকার হন। যার জেরে রেল কর্তৃপক্ষের গফিলতির দিকে আঙুল তোলা হচ্ছে।
[ad_2]