[ad_1]
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া – সিপিআই (মাওবাদী)র গণমুক্তি গেরিলা ফৌজ সপ্তাহ পালনের মধ্যেই, ফের মাওবাদী পোস্টারকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হল পুরুলিয়ায়। শনিবার সকালে জঙ্গলমহলের বান্দোয়ান থানার প্রত্যন্ত দুর্গম এলাকা দুয়ারসিনি মোড়ে মাওবাদী পোস্টারের ছয়লাপ হয়। ঝাড়খন্ড লাগোয়া এলাকায় একটি সরকারি বোর্ডে হিন্দিতে লাগানো হয় পোস্টার।
উল্লেখ্য, ২০০৬ সালে জঙ্গলমহলের বান্দোয়ান পঞ্চায়েত সমিতির গেস্ট হাউসে বিস্ফোরণ ঘটে। তার পরিপ্রেক্ষিতেই ২-৮ ডিসেম্বর সিপিআইএম গণমুক্তি গেরিলা ফৌজ সপ্তাহ পালন করা হচ্ছে। প্রায় ১৫ বছর পর এই এলাকায় মাওবাদী পোস্টারের ছয়লাপ হওয়ায়, নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফের অপ্রীতিকর ঘটনা ঘটার জল্পনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই পোস্টটি দেখামাত্রই খবর দেন স্থানীয় বান্দোয়ান থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পোস্টার গুলি উদ্ধার করে নিয়ে যান পুলিশ আধিকারিকরা।হিন্দিতে লেখা এই পোস্টারের মাধ্যমে জানানো হয়েছে, নকশালরা একসঙ্গেই আছে। নকশালরা বাড়িছাড়া রয়েছে। তাদের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ঝাড়খন্ড থেকে এসে কেউ আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই পোস্টারগুলো লাগিয়েছে। পুরুলিয়া পুলিশ সুপার এস সেলভা মুরুগান জানিয়েছেন, কি পোস্টার এই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
[ad_2]