
[ad_1]
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর – পুলিশি তৎপরতায় বাজেয়াপ্ত হল লাখ খানেক টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা সহ ফেন্সীডিল কাফ সিরাফের বোতল ও খালি ইঞ্জেকশনের ভায়েল। বৃহষ্পতিবার বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেরা আবতোর গ্রামে আব্বাস আলি শেখ(৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ৮০০ টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদক সহ অভিযুক্তকে গ্রেফতার করে হিলি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বৃহষ্পতিবার বিকেলে জেলার ভারত – বাংলাদেশ সীমান্ত ঘেরা হিলি থানার অন্তর্গত পূর্ব আবতোর গ্রামের বাসিন্দা আব্বাস আলি শেখের বাড়িতে নিষিদ্ধ মাদক মজুত আছে বলে সূত্র মারফত জানতে পারেন হিলি থানার পুলিশ। এরপরই তার বাড়িতে হানা দিয়ে ৮০০ টি নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ ফেন্সীডিল কাফ সিরাফের বোতল ও খালি ইঞ্জেকশনের ভায়েলসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
ট্যাবলেট গুলির আনুমানিক মুল্য কয়েক লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জেলার বাকি মাদক কারবারিদের হদিশ পাওয়ার উদ্দেশ্যে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
[ad_2]