[ad_1]
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া – পরিবারের পাঁচ পুরুষেও কেউ স্কুলের গন্ডি দেখেনি, সেই বাড়ির ছেলে মেয়েরাই মাধ্যমিকে প্রথম বিভাগে পাস করে আজ উচ্চ শিক্ষায়। পুরুলিয়ার শবর জনজাতির দুই স্কুল পড়ুয়া ফলাফলে যেমন খুশি তাদের স্কুলের শিক্ষকেরা তেমনি ওই জনজাতির মানুষ। মাধ্যমিকে প্রথম বিভাগে পাস করে তারা উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়েছে।
পুরুলিয়ার কেন্দা থানা কোনাপাড়া শবর পল্লীর বাসিন্দা পার্বতী শবর। চলতি বছর মাধ্যমিকে ৪৫৭ নম্বর পেয়ে প্রথম বিভাগে পাস করেছে। বাবা মদন শবর পেশায় দিনমজুর, মা গৌরী শবর গৃহিণীর পাশাপাশি দিনমজুরের কাজ করে। পাঁচ ভাইবোনের সংসারে পার্বতী প্রথম মাধ্যমিকের গণ্ডি পার হলো, এমনকি গোটা ৫ পুরুষে প্রথম সেই মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।
কেন্দার কোনাপাড়া স্কুল থেকে পাশ করার পরে বর্তমানে বালকডি স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে পার্বতী। পড়াশুনা শেষ করে পুলিশ হতে চাই। গতকাল থেকেই খুলেছে স্কুল ও কলেজ এই প্রথম একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর স্কুলে যাওয়া শুরু হল। প্রথম দিন স্কুলে গিয়ে সে জানালো, আরও উচ্চশিক্ষা করতে চাই।
একইভাবে ওই গ্রামের এই বাসিন্দা অনন্ত শবর সেও এবার মাধ্যমিকে ৪৪৬ নম্বর পেয়ে প্রথম বিভাগে পাস করেছে। তার সাথে কথা বলে জানা গিয়েছে, তাদের পরিবারে প্রথম সে স্কুলের গন্ডিতে পা দিয়েছিল। বাবা গুরুপদ শবর পেশায় রাজমিস্ত্রি। বাড়ির কেউ পড়াশোনার কাছাকাছি আসেনি, ছোট ভাই দিনমজুরের কাজ করে। অনন্ত উচ্চশিক্ষায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে বালকডি স্কুলে।
পড়াশোনা শেষ করে শিক্ষক হতে চাই সে। তার কথায়, তাদের গ্রামের বহু ছেলেমেয়ে পড়াশোনা করতে পারেনা তাই তাদের পড়াশোনা করতে সাহায্য করবে সে। সম্প্রতি একটি অনুষ্ঠানে ওই এলাকার তৃণমূলের জেলা পরিষদের সদস্য বন্দনা মাহাতো দুই পড়ুয়াকে সম্বর্ধনা জানিয়েছেন তাদের সাফল্যের জন্য।
স্থানীয় শিক্ষক নেতা কালাচাঁদ মাহাতো বলেন, ওই দুই পড়ুয়ার সাফল্যে আমরা গর্বিত। ওদের আমরা সম্বর্ধনা জানিয়েছি, এমনকি কোন রকম সহায়তা দরকার হলে পাশে থাকার আশ্বাস দিয়েছি।
[ad_2]