[ad_1]
নিজস্ব প্রতিনিধি , মুম্বই – আগামী বছরের এপ্রিল মাসে বিশ্ববাংলা বানিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে রাজ্যে সেই জন্য রাজ্যে লগ্নি টানতে মঙ্গলবারই মুম্বই পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী।তবে এরইমধ্যে জল্পনার সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী নাকি সাক্ষাৎ করতে চলেছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে।কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই।তিনি জানিয়েছেন বর্তমানে একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যাস্ত রয়েছেন বলিউড বাদশা তাই তার সঙ্গে সাক্ষাৎ করার কোন পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি।

বাদশার পছন্দের শহর ‘সিটি অফ জয়’ অর্থাৎ কলকাতা।নিজের সিনেমার শ্যুটিং হোক কিংবা প্রচার অথবা আইপিএলের খেলা সহ বিভিন্ন কারণে শহরে এসেছেন তিনি।করোনা মহামারির সময় কলকাতা চলচ্চিত্র উৎসবে ভারচুয়ালি ভাবে যোগ দিয়েছিলেন বলিউডের কিং খান সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষন আলাপচারিতা করেছেন তিনি।তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এইবছর কলকাতা চলচ্চিত্র উৎসবে আসার জন্য বলিউডের ‘তিন খান’ সলমন খান, আমির খান , শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনকেও আমন্ত্রন জানিয়েছেন।

প্রসঙ্গত , বর্তমানে বলিউড বাদশা পাপারাৎজিদের ক্যামেরা থেকে মুখ লুকিয়ে বেড়াচ্ছেন।তার কারণ অবশ্যই পুত্র আরিয়ানের মাদক যোগ কান্ডে গ্রেফতারি।গতমাসের প্রথমেই একটি বিলাসবহুল ক্রুজ থেকে মাদক যোগ কান্ডে এনসিবি দ্বারা গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান।আপাতত জামিনে মুক্ত থাকলেও প্রত্যেক সপ্তাহের শুক্রবার করে এনসিবির অফিসে হাজিরা দিতে হয় বাদশা পুত্রকে।এমতবস্থায় এবছর নিজের জন্মদিনও পালন করেননি বাদশা।কিছুদিন আগেই মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দর থেকে ছাতা দিয়ে মুখ ঢেকে বেরোতে দেখা গিয়েছিল কিং খানকে।
[ad_2]