[ad_1]
নিজস্ব প্রতিনিধি , হুগলী – দেশকে করোনা মুক্ত করতে তৎপর হয়ে উঠেছেন রাজ্য তথা কেন্দ্রীয় সরকার। সেই কারণে অধিকাংশ রাজ্যবাসী ইতিমধ্যেই করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। রবিবার এক মৃত বৃদ্ধার নামে করোনার দ্বিতীয় ডোজের সার্টিফিকেট আসায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলী ডানকুনি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লী এলাকায় । নিহত বৃদ্ধার নাম সরস্বতী দাস(৬২)।
ঘটনার প্রসঙ্গে বৃদ্ধার ছেলে জানিয়েছেন, চলতি বছরের ২৩শে মার্চ করোনার প্রথম ডোজ নিয়েছিলেন মা। এরপরে অসুস্থ হয়ে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন হওয়ার কিছুদিন পরেই ২৯শে এপ্রিল মারা যান। তবে এখানেই উঠছে প্রশ্ন।
পরবর্তীতে বৃদ্ধা মারা যাওয়া কিছুদিন পর তার নামে রেজিস্টার করা সিম কার্ডে একটি মেসেজ আছে যেখানে লেখা ছিল সরস্বতী দাসের করোনার টিকার দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে। মূলত এই মেসেজ এর পরেই বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় ডানকুনি এলাকাজুড়ে। পাশাপাশি বিষয়টিকে কেন্দ্র করে কটাক্ষ করতে পারেন না বিরোধী দলের কর্মীরা।
ঘটনা প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক গুঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, ‘ প্রশাসনের যারা টিকাকরণের দায়িত্বে রয়েছে তাদের গাফিলতিতে এসব হচ্ছে। দুর্নীতির কারণে একজন মৃত ব্যক্তির নামে ভ্যাকসিন ইস্যু হচ্ছে’।
অন্যদিকে বিজেপির কটাক্ষবাণীর জবাব দিয়ে তৃণমূল যুব সভাপতি শম্ভু সাউ জানান, ‘ এটা সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটি। অথবা ভুলবশত হয়ে গিয়েছে। আধার আর মোবাইল নাম্বার নিয়ে ডাটা এন্ট্রি করার সময় ভুল হয়ে থাকতেই পারে। বিজেপি অনেক কিছুই বলে। যারা পশ্চিমবঙ্গে ভ্যাকসিন দিতে চায়নি তারা নাকি ভ্যাকসিনের দুর্নীতি নিয়ে কথা বলছেন’।
[ad_2]