[ad_1]
নিজস্ব প্রতিনিধি, প্যারিস – করোনা পরিস্থিতির জন্য গত বছর ব্যালন ডি’ওর অনুষ্ঠান বাতিল হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই চলতি বছরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সোমবার রাতে ব্যালন ডি’ওর পুরস্কার জিতে নিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
এই নিয়ে মেসি ৭ বার ব্যালন ডি’ওর পুরস্কার জিতলেন। লেওয়ানডস্কি, জর্জিনোদের পিছনে ফেলে সেরার মুকুট পরলেন সেই লিও মেসি। মেসির ব্যালন ডি’ওর জেতার বছরগুলো – ২০০৯, ২০১০, ২০১১, ২০১২,২০১৫, ২০১৯, ২০২১।
[ad_2]