[ad_1]
নিজস্ব প্রতিনিধি, মুম্বই – নিন্দুকদের কথায় এই বলিউড অভিনেতা নাকি বদমেজাজী কিন্তু নেট মাধ্যমে অনুরাগীদের সঙ্গে অন্যভাবে ধরা দিলেন অভিনেতা জন আব্রাহাম। কয়েকদিন আগেই নেট মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কালো পোশাকে রাস্তা দিয়ে হেঁটে আসছেন অভিনেতা এবং সেই সময় বাইকে বসেই তাকে ক্যামেরা বন্দি করার চেষ্টায় ছিলেন তার দুজন অনুরাগী। হঠাৎ করেই তাদের হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে নিজেই হেসে অনুরাগীদের জিজ্ঞাসা করলেন ”কেমন আছেন?” তারপরেই তার ওই দুই অনুরাগীর দিকে হাত দেখিয়ে বললেন ”ওরা আমার বন্ধু” তারপরেই ফোনটি ফেরত দিয়ে দেন অভিনেতা।
প্রসঙ্গত, চলতি মাসের ২৫ নভেম্বর মিলাপ জাভেরি পরিচালিত ‘সত্যমেব জয়তে ২’ নামের অ্যাকশন সিনেমা মুক্তি পাবে। তিনটি চরিত্রে একসঙ্গে অভিনয় করবেন জন আব্রাহাম এবং তার বিপরীতে রয়েছেন দিব্যা খোসলা কুমার। ২০১৮ সালে মুক্তি পাওয়া জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে’ সিনেমাটির সিক্যুয়েল এই সিনেমাটি।
[ad_2]