[ad_1]
নিজস্ব প্রতিনিধি , হাওড়া – মঙ্গলবার রাতে বড়োসড়ো বিপত্তি থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে রক্ষা করলো সেনাবাহিনীর এক বিশেষ ট্রেন। কার্যত ট্রেন চালকের তৎপরতায় বিপদ এড়ানোতে রেল চালককে কৃতজ্ঞতা জানাতে বাদ যায়নি রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রের খবর , মঙ্গলবার সন্ধ্যার সময় ধানবাদ থেকে হাওড়া আসছিল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আসার আগে সেই লাইন দিয়ে পার হচ্ছিল সেনাবাহিনীর বিশেষ ট্রেন। রেললাইন থেকে ট্রেন যাওয়ার সময় বড়সড় ঝাঁকুনি খেতেই ট্রেন চালক ও তার সহকারী অনুমান করেন লাইনে কোন গড়বড় রয়েছে। এরপরই তারা রেল কতৃপক্ষকে খবর দেয়।
রেললাইনের গোলযোগের খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব রেল কর্তৃপক্ষ। এরপরই তারা বিষয়টি পর্যবেক্ষণ করে জানতে পারে রেললাইনে রয়েছে বড়সড় ফাটল। তৎক্ষণাৎ ডায়মন্ড এক্সপ্রেসকে দুর্গাপুর স্টেশনে প্রায় দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে লাইন মেরামতের কাজ শুরু করেন তারা। তবে বেশ কিছুক্ষণ দুর্গাপুরে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দাঁড়িয়ে থাকলেও সম্পূর্ণরূপে বড়োসড়ো ফাঁড়া কাটিয়ে উঠতে সক্ষম হন রেল কর্তৃপক্ষ।
এপ্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘ দীর্ঘক্ষন ট্রেনকে দাঁড় করিয়ে রেখে মেরামতির কাজ সম্পন্ন করার পরই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস অনুমতি দেওয়া হয়’।
[ad_2]