[ad_1]
নিজস্ব প্রতিনিধি , নদীয়া – পরিবারের উপর অভিমান করে ঘর ছেড়েছিলো ১৪ বছরের নাবালিকা। তবে ঘর ছাড়ার জেরে অপহরণ হতে যাচ্ছিল কিশোরী। কিন্তু অপহরণ হওয়ার আগেই অক্ষত অবস্থান নাবালিকাকে উদ্ধার করে বাড়ি পৌঁছাল নদীয়ার শান্তিপুরের রেল পুলিশের আধিকারিকরা।
রেল পুলিশে কর্মরত অনিন্দিতা সরকার জানিয়েছেন, সোমবার বেলার দিকে একটি যুবকের সঙ্গে এক নাবালিকাকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পান তারা। এরপর সন্দেহের বশবর্তী হয়ে তাদের কাছে আসতেই নাবালিকাকে স্টেশনে রেখেই ট্রেন ধরে চম্পট দেয় সেই যুবক। এরপরই কিশোরীর কাছ থেকে তার বাড়ির ঠিকানা ও নম্বার নিয়ে বাবাকে ফোন করে অক্ষত অবস্থায় পরিবার হাতে তুলে দেওয়া হয়’।
অন্যদিকে নাবালিকার বাবা উৎপল নন্দী জানিয়েছেন, ছোট মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। সোমবার সকালে হঠাৎই মামা বাড়ি যাওয়ার জন্য খুব বায়না ধরে। তাকে যেতে না দেওয়ায় অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে আসে সে। এরপরই অজ্ঞাত এক যুবক তাকে সাইকেলে করে পৌঁছে দেওয়ার পর মামা বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশে রওনা দিতে থাকে। তখনই রেল পুলিশ বিষয়টি দেখতে পাওয়ায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। মূলত এই বিষয়ে রেল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই।
[ad_2]