[ad_1]
নিজস্ব প্রতিনিধি , হুগলী – রাজ্যে দিন দিন বেড়েই চলেছে চিকিৎসক নিগ্রহের ঘটনা। এবার সেই চিকিৎসক নিগ্রহের ঘটনারই সাক্ষী থাকলো তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল। চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরর করার অভিযোগ উঠল এক অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় পুলিশ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , তারকেশ্বর গ্রামীন হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক শুভঙ্কর ঘোষ বহির্বিভাগে রোগী দেখার সময়, রোগীদের জন্য নির্ধারিত লাইন থেকে হঠাৎ এক অজ্ঞাত পরিচয় যুবক বেড়িয়ে এসে চিকিৎসককে বলে ‘আমাকে আগে দেখতে হবে’। কিন্তু চিকিৎসক তাতে রাজি না থাকায় আচমকাই তাকে মারতে শুরু করে যুবক।এমনকি অকথ্য ভাষায় চিকিৎসককে গালিগালাজ করা হয় বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনায় তারকেশ্বর থানায় অভিযোগ জানানোর পরই অজ্ঞাত যুবকে গ্রেফতার করেন পুলিশকর্মীরা।
এপ্রসঙ্গে নিগৃহীত চিকিৎসক শুভঙ্কর ঘোষ জানান, ‘করোনা আবহে মানুষকে যে ভাবে পরিষেবা দিয়েছি। তার পর এই ঘটনায় মন ভেঙে যায়। বার বার চিকিৎসক দের উপর এই ধরনের ঘটনা ঘটে চলেছে। দৃষ্টান্ত মূলক শাস্তি না দেওয়া হলে এই ধরণের ঘটনা ঘটতেই থাকবে। আমি চাই দোষীর উপযুক্ত শাস্তি হোক।’
[ad_2]