[ad_1]
নিজস্ব প্রতিনিধি , বীরভূম – লাখ লাখ রংবাহারি প্রজাপতি নিয়ে বীরভূমে প্রথম তৈরি হল বাটারফ্লাই পার্ক। প্রকৃতিতে ঘুরে বেড়ানো নানা রংবাহারি অসংখ্য প্রজাপতি এক ছাতার তলায় আনতে করিধ্যা যদু রায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইনস্টিটিউশন প্রাঙ্গনেই তৈরি হয়েছে এই প্রজাপতি উদ্যানটি।

পাশাপাশি এই উদ্যানে লাখ লাখ প্রজাপতিদের অনুকূল পরিবেশও তৈরি করা হয়েছে। এছাড়াও কৃত্রিম ঝর্ণা, পাথর বালি নানা গাছপালা দিয়ে উদ্যানটিকে সাজানো হয়েছে। এখানেই রং বাহারি সকল প্রজাপতি বড়ো হয়ে উড়ে বেড়াচ্ছে, সেই প্রাকৃতিক দৃশ্য দেখতেই এই স্কুলের পড়ুয়া ছাড়াও সিউড়ি সহ বিভিন্ন স্কুলের পড়ুয়ারা ভিড় জমাচ্ছে।
শিক্ষাচর্চার ক্ষেত্রে প্রজাপতির প্রজনন, বেড়ে ওঠা এবং সমাজে প্রজাপতির গুরুত্ব কতটা এই উদ্যানের মাধ্যমে চাক্ষুষ করতে পারছে জেলার পড়ুয়ারা। তারা পাঠ্যপুস্তকে পড়ে থাকে প্রজাপতির জীবনচক্র। কিন্তু এবার সেটা বই থেকে বেরিয়ে চাক্ষুষ উপলব্ধি করতে পারছে এই উদ্যানে।

সহশিক্ষক পার্থসারথী ঘোষ জানান,“আমাদের স্কুলের প্রধান শিক্ষক ড. কল্যান ভট্টাচার্য তার উদ্যোগেই এই প্রজাপতি উদ্যানটি হয়েছে। এটা পশ্চিমবঙ্গের একমাত্র প্রজাপতি উদ্যান।আমরা এটার একটা পরিকল্পনাও করেছি সামনে ডিসেম্বরে একটা কর্মশালা হবে সেখানে বায়ো ডাইভারসিটি বোর্ডের চেয়ারম্যান সহ পতঙ্গ বিশেষজ্ঞরা আসবেন।”

[ad_2]