[ad_1]
নিজস্ব প্রতিনিধি, স্পেন – শনি রাতে লা লিগায় রিয়াল বেটিসের কাছে হার মেসির পুরোনো ক্লাব বার্সেলোনার। জাভি কোচ হয়ে আসার পর এই প্রথমবার হারল বার্সেলোনা। রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হার বার্সার।
এদিন রিয়াল বেটিসের বিরুদ্ধে বার্সা ফুটবলারদের ফিনিশিংয়ে দুর্বলতা বারবার ফুটে উঠল ম্যাচে। ম্যাচের ৭৯ মিনিটে অ্যান্ডালুসিয়া গোল করে রিয়াল বেটিসকে এগিয়ে দেন। এই গোল বার্সা আর শোধ করতে পারেনি।
[ad_2]