[ad_1]
নিজস্ব প্রতিনিধি , কলকাতা – কয়েকদিনের ব্যবধানে রয়েছে পৌরনির্বাচন পর্ব। এমতাবস্থায় তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা পেশ হতেই বেশকিছু ওয়ার্ডে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। কার্যত শান্তিপূর্ণ ভোট হাওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে কড়া পদক্ষেপ নেবে দল এমনটাই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের প্রাক্কালে কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় প্রার্থী সহ বেশকিছু দায়িত্ব ভারপ্রাপ্তদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রীতিমতো উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, তাপস রায়ের মতো জনপ্রিয় মুখ।
বৈঠকে সকলকে বার্তা দেওয়ার উদ্দেশ্যে অভিষেক বলেন, শান্তিপূর্ণ ভোট করতে হবে কোন রকম অভিযোগ যেন না আসে। নত থাকতে হবে গায়ের জোরে নয়, মানুষের পাশে থেকে ভোট করতে হবে। কারো বিরুদ্ধে অভিযোগ আসলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে দল। প্রয়োজনে বহিষ্কারের পথেও হাঁটতে পারে তৃণমূল। পাশাপাশি যারা পুরভোটে প্রার্থীর টিকিট পায়নি তারাও দলের সৈনিক। সুতরাং সেই কারণে পুরভোটে তাদেরও দলের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
তৃণমূলের সর্বভারতীয় স্তরের সভাপতি আরও বলেন,’ সকলকে স্মরণ রাখতে হবে যে সারাদেশ তাকিয়ে রয়েছে এই পুর নির্বাচনের দিকে। গণতান্ত্রিক ব্যবস্থাকে পুরোপুরি মেনে ভোট করতে হবে। আত্মতুষ্টি নয়। নেত্রীর ভাবমূর্তিতে যাতে একটুকুও কালিমালিপ্ত না হয় সেদিকে নজর দিয়ে প্রার্থী হিসাবে প্রচার করতে হবে। কারণ সাধারণ মানুষ আপনাদের দিকে তাকিয়ে পাঁচ বছরের জন্য দায়িত্ব দেবেন’। তবে শুধু শান্তভাবে নির্বাচন করার তাই নয় নবীন প্রার্থীদের কি করে প্রচার করতে হয় সেই পাঠ দেন অভিষেক সহ দলের শীর্ষ নেতারা।
অন্যদিকে আবার বৈঠক সম্পন্ন হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ ও তাপস বলেন, বিরোধীদের চক্রান্তে পা না দিয়ে দলীয় ভাবে প্রচারে নামবেন তৃণমূল প্রার্থীরা। বাড়ি বাড়ি সকলের দুয়ারে পৌঁছে যেমন প্রচার করা হবে সেইভাবেই এলাকার বিশিষ্ট জনদের ও প্রচারের শামিল করা হবে। যাদের প্রার্থী করা হয়নি কিন্তু প্রার্থী হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদেরও প্রচারে যোগ করা হবে কারণ তারা জানেন কিভাবে প্রচার করতে হয়। তারাই একমাত্র নব প্রার্থীদের দিক নির্দেশ করতে পারবেন ।
[ad_2]