[ad_1]
নিজস্ব প্রতিনধি , করাচি – শিখ ধর্মের নিয়মানুযায়ী গুরুদুয়ারাতে সবসময় মাথা ঢেকে প্রবেশ করতে হয় মহিলা পুরুষ উভয়কেই।তবে সেই নিয়ম লঙ্ঘন করতে দেখা গেল পাকিস্তানের এক মডেলকে।পাকিস্তানের কর্তারপুরের গুরুদুয়ারাতে মাথা না ঢেকেই ফটোশ্যুট করেছিলেন ওই মডেল এবং সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করার পর থেকেই কার্যত সরগরম হয়ে উঠেছে নেটপাড়া।শিখ সম্প্রদায়কে অপমান করার অভিযোগও তুলেছেন অনেকেই।

সম্প্রতি , পাকস্তানি মডেল সাউলেহা কর্তারপুরের গুরুদুয়ারাতে ঘুরতে গিয়ে একটি বস্ত্রবিপনির হয়ে ফটোশ্যুট করেছিলেন এবং সেগুলি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টও করেছিলেন।সেখানে দেখা গিয়েছিল ওই মডেল মাথা না ঢেকেই গুরুদুয়ারা চত্বরে ফটোশ্যুট করেছেন যা শিখ ধর্ম বিরোধী।তারপরেই শিখ ধর্মালম্বীরা প্রতিবাদ করতে শুরু করে এবং পাকিস্তানের পাঞ্জাবে এই নিয়ে অভিযোগও দায়ের করা হয়।তবে ওই বস্ত্রবিপনি নিজেদের বিবৃতি দিয়ে জানিয়েছে ওই ফটোশ্যুট তারা করাননি , তাদের একজন ক্রেতা তাদের বিপণির পোশাক পরে শ্যুট করে তাদের পাঠিয়েছে।তবে ওই মডেল নিজের ইনস্টাগ্রামে এই কাজের জন্য ক্ষমা চেয়েছেন।

পাকিস্তান পুলিশ শিখ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগকে আঘাত করার জন্য এবং তাদের ধর্মের নিয়ম অমান্য করার জন্য ওই বস্ত্রবিপনি এবং মডেলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।এছাড়াও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে আলোকপাত করে জানিয়েছেন ওই মডেলের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে শিখ সম্প্রদায়কে অপমানের জন্য।
[ad_2]