[ad_1]
নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বাংলার বুকে ফের হাজির নিম্নচাপ। যার জেরে সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্খা রয়েছে রাজ্যে।আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। শুক্রবার সন্ধ্যে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হচ্ছে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , ওড়িশা ও অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্খা তৈরি হয়েছে। বাংলার দুই ২৪ পরগণা এবং মেদিনীপুরে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাদ যাবে না কলকাতাও। গত কয়েকদিন ধরে রাতের দিকে শীতের ঠান্ডা আমেজ লক্ষ করা যযাচ্ছিলো তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই শীতের আমেজ উধাও হয়ে যাচ্ছিলো। এরূপ পরিস্থিতি আরও কয়েকদিন চলবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস।
আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে নিম্নচাপ। ক্রমশ সেই নিম্নচাপ পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে সপ্তাহের শেষের দিকে অর্থাত্ শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রী সেলসিয়াস যা গতকালের তুলনায় ১ ডিগ্রী বেশি ছিল।আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার ও বুধবার আকাশ পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বল থাকবে। আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াসে নামবে। নিম্নচাপের প্রভাবে কমবে ঠান্ডা ভাব।
[ad_2]