[ad_1]
নিজস্ব প্রতিনিধি , হুগলী – পরিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে খুন একই পরিবারের দুই সদস্য। এছাড়াও গুরুতর জখম আরও দুই সদস্য।এই নৃশংস খুনের অভিযোগ উঠছে এই পরিবারের এক আত্মীয়ের বিরুদ্ধে।বৃহস্পতিবার সকালে এই ভয়াবহ ঘটনাটি হুগলী সিঙ্গুরের নন্দাবাজার এলাকায় ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে , পরিবারের বিশাল সম্পত্তির জেরেই আজ সকালে তাদের ধারালো অস্ত্র দিয়ে ৪ জনকে কুপিয়ে খুন করার চেষ্টা করে ওই পরিবারের আত্মীয় যোগেশ ধাওয়ান,এমনটাই অভিযোগ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দীনেশ প্যাটেল ও তার স্ত্রী অনুষ্কা প্যাটেলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।দীনেশের বাবা ও ছেলে সংকটজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।ঘটনায় অভিযুক্ত যোগেশ ধাওয়ান পলাতক।
পুলিশ জানিয়েছেন, প্রাথমিক অনুমান সম্পত্তি ও ব্যবসার জেরেই এই ঘটনা।ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা জানান,“এই পরিবারের কাঠের ব্যবসা এবং বড় একটা গোডাউন আছে। এছাড়াও একটি বড় বিল্ডিং করেছে এই পরিবার। ফলে বিশাল সম্পত্তির জেরে এমন ঘটনা ঘটেছে।”
[ad_2]