[ad_1]
নিজস্ব প্রতিনিধি, আগরতলা – ত্রিপুরা জুড়ে যেমন একদিকে চলছে ভোটের মহোৎসব সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্মদিন উদযাপন করছেন তার পরিবারের সদস্যরা। তবে জন্মদিন পালনের আগে ভোট পর্ব সম্পন্ন করতে বুথে আসলেন বিপ্লব দেবের স্ত্রী ও তার পুত্র।
নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে সুষ্ঠুভাবে ভোট প্রদান করার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব জানিয়েছেন,’আজ দুটি উৎসব পালিত হচ্ছে ত্রিপুরা জুড়ে। প্রথম হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্মদিন ও দ্বিতীয় ভোট। নির্বাচন হচ্ছে জনগণের কাছে উৎসবের মতোই। সেই ক্ষেত্রে যাতে প্রথম উৎসব অর্থাৎ জন্মদিন সুষ্ঠুভাবে পালন করতে পারি সেই কারণে আগে ভোটদান সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী পত্নী নীতি দেব আরও বলেন, গত সাড়ে তিন বছরে আগরতলার এমন চিত্র বদলেছে যে পূর্ব এবং বর্তমানের সঙ্গে মিল খুঁজে পাওয়া খুবই কষ্টকর। অর্থাৎ রীতিমতো উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে ত্রিপুরা। তাই জনগণ জানে কাকে ভোট দিতে। তবে ভোট সম্পন্ন হওয়ার পর বাড়ীতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী জন্ম তিথি উপলক্ষে।
[ad_2]