[ad_1]
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি – রবিবার সাত পাকে বাঁধা পড়লেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের প্রাক্তন অধিনায়ক উন্মুক্ত চন্দ। তিনি বিয়ে করলেন ক্রীড়া পুষ্টিবিদ সিমরন খোসলাকে। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই প্রকাশ করেছেন উন্মুক্ত চন্দ।

সিমরন খোসলা ‘বাট লাইক অ্যান এপ্রিকট’ নামের একটি ফিটনেস কোচিং সেন্টার চালান। অনলাইনেই তাঁর গ্রাহকদের সুস্থ থাকার পরামর্শ দেন। বিশ্বের ৩৩ টি দেশের দু’হাজারের বেশি মানুষ তাঁর কাছে সুস্থ থাকার পরামর্শ নেন। তাঁর অনুরাগীর সংখ্যা ৭০ হাজারের বেশি।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন উন্মুক্ত চন্দ। ২০১২ সালে তাঁর নেতৃত্বেই ভারত বিশ্বকাপ জেতে। ফাইনালে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন এই ডান হাতি ব্যাটার। ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে অভিষেক হয় তাঁর। ২০১৪ সালে রাজস্থান রয়্যালস তাঁকে নেয়। ২০১৫ সালে উন্মুক্ত যান মুম্বাই ইন্ডিয়ান্সে।

২০২১ সালের অগস্ট মাসে মাত্র ২৮ বছর বয়সে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেন উন্মুক্ত। এরপর তিনি চলে যান আমেরিকা। সেখানে মেজর ক্রিকেট লিগের সঙ্গে তিন বছরের চুক্তি করেন। বর্তমানে মাইনর ক্রিকেট লিগে সিলিকন ভ্যালি দলের অধিনায়ক তিনি। দলকে লিগ জিতিয়েছেন। আগামী মরসুমের জন্য বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস তাঁকে সই করিয়েছে। তিন বছরের চুক্তি শেষ হলে আমেরিকার হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাবেন উন্মুক্ত।
[ad_2]