[ad_1]
নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর – আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হল হিলি ব্লকে। ১৪ নভেম্বর শিশু দিবসের দিন থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ। ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন করা হচ্ছে। আজ হিলি ব্লকের তিওড় এলাকায় ছোটো অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়।
দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে এবং উজ্জীবন সোসাইটির ব্যবস্থাপনায় আজকে এই আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। শিশুদের অধিকার নিয়ে আজকের এই অনুষ্ঠানে অনেকেই বক্তব্য রেখেছিলেন। তাদের মধ্যে, বক্তব্য রাখেন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস, উজ্জীবন সোসাইটির সদস্য পরিমল মাহাতো, নিহার পাল, সুভন ঘোষ, কৃষ্ণ মালী l এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ দিনাজপুর জেলার আইনি পার্শ্বসেবক অর্পিতা দাস।
বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শিশুদের নিয়ে একটি মনোরম অনুষ্ঠান আয়োজিত হয়। এইদিনের অনুষ্ঠানের শেষে শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি তিওড় এলাকা প্রদক্ষিণ করে। উজ্জীবন সোসাইটির পক্ষে পরিমল মাহাতো বলেন, শিশু সুরক্ষার জন্য আগামী দিনে আরো নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
[ad_2]