[ad_1]
নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – সিঞ্চল স্যাংচুয়ারিতে দেখা মিলল মুনাল পাখির। প্রায় ১৭৮ বছর পর সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ফের দেখা মিলল এই বিরল প্রজাতির পাখি শাটায় ট্রাগোপানের। সব পর্যটকরা বা যারা পাখি নিয়ে গবেষণা করে তাদের কাছে দার্জিলিংয়ের সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে এই বিরল প্রজাতির পাখির দেখা পাওয়া এক সুখবরের বার্তা বহন করে এনেছে। এই সিঞ্চল ওয়াল্ডলাইফ স্যাংচুয়ারি হলো ভারত বর্ষের অন্যতম প্রাচীন স্যাংচুয়ারি। এখানে বিভিন্ন ধরনের পাখি, ভাল্লুক, লেপার্ড সহ বিভিন্ন ধরনের জন্তুর দেখা পাওয়া যায়।

প্রসঙ্গত, গত ৪ ঠা ফেব্রুয়ারির দিন ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডে ছিলো। এদিন দার্জিলিংএর বনদফতর থেকে এক সেমিনারের আয়োজন করা হয়েছিলো। এবং এই সেমিনারের আলোচ্য বিষয় ছিলো বার্ড কনজারভেশন। এদিন সেমিনারে আলোচনার মাধ্যমে জানা যায়, এই বিরল প্রজাতির শাটায় ত্রাগোপান পাখি এই সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে দেখা পাওয়া গিয়েছে।
রবিবার একথা জানিয়ে সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির ডি এফ ও এস এস শেরপা বললেন, এই শ্যাটায় ট্রাগোপানের স্থানীয় নেপালী নাম মুনাল। এই অঞ্চলে বন বিভাগের কর্মীরা এদিন তিনটি পুরুষ এবং তিনটি মহিলা প্রজাতির পাখি দেখতে পায়। জানা গেছে, বন দফতরের পক্ষ থেকে এই শ্যাটায় ট্রাগোপান বা মুনালের সংখ্যা এই অঞ্চলে বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
[ad_2]