[ad_1]
নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান – রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণ আসার পরে গত ১৬ নভেম্বর স্কুল খুলেছে। কিন্তু তার কিছুদিন পরে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন দুই শিক্ষক। তার জেরেই বন্ধ করে দেওয়া হলো পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন।
এ দিন মঙ্গলবার গোটা এই স্কুল চত্বরে স্যানিটাইজেশন করা হয়েছে। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র ছাত্রীর অভিভাবকরাও এই ঘটনায় আতঙ্কিতে রয়েছে।এই স্কুলেরই এক অশিক্ষক কর্মী স্কুলের পুরো ব্যাপারটি ব্লক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্তরে জানানো হয়েছে বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, গত দুদিন আগে স্কুলের এক শিক্ষক স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান তিনি করোনা আক্রান্ত। তারপরেই আরেক শিক্ষকের জ্বর আসায় করোনা পরীক্ষা করতেই সোমবার তারও রিপোর্ট পজিটিভ আসে। পাশাপাশি স্কুলের কিছু শিক্ষক-শিক্ষিকারাও জ্বরে আক্রান্ত হয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত শিক্ষকদের সংস্পর্শে যে সমস্ত পড়ুয়ারা এসেছিলো তাদের আজ মঙ্গলবার পূর্বস্থলী হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়েছে।
এই স্কুলের শিক্ষক চন্দন চৌধুরী বলেন,“এই ঘটনায় অনেকটাই আতঙ্কে আছি। এরপর ছাত্রছাত্রীরা আক্রান্ত হলে আমাদের আর কিছু বলার থাকবে না।তখন মনে হবে আমরাই ছাত্রদের আক্রান্ত করলাম। ওই জন্যই আমি চাইছিলাম খুব ভালোভাবে স্যানিটাইজার করে স্কুলটা খোলা হয় আবার”।
স্কুলের এক অভিভাবক বলেন, “ চারিদিকে যা ঘটছে আমরা একটু আতঙ্কে রয়েছি।ফলে স্কুলের পড়ুয়াদের সাবধানে থাকতে হবে। ওরা যেকোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে। স্কুলে যাতে স্যানিটাইজার করা হয় সে ব্যাপারেও শিক্ষকদের নজর রাখা উচিত”।
[ad_2]