[ad_1]
নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গুরুতর চোট পেয়ে নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এই সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী অভিনেতা রাহুল অরুনোদয় বন্দোপাধ্যায়।অনেকদিনই হয়েছে তাদের বৈবাহিক বিচ্ছেদের তবে তাদের সম্পর্কে কোন তিক্ততা নেই। এই সময় তাদের সন্তান সহজের সম্পূর্ণ দায়িত্বই রাহুলের কাঁধে।

সংবাদমাধ্যমের কাছে রাহুল জানিয়েছেন , প্রিয়াঙ্কার হাসপাতালে ভর্তির খবর পেয়েই তিনি অভিনেত্রীকে ফোন করে খোঁজ নেন এবং তারপরে হাসাপাতালে গিয়েও দেখা করে এসেছেন।তাদের সন্তান বর্তমানে প্রিয়াঙ্কার বাড়িতেই আয়া এবং পরিচারিকার তত্ত্বাবধানে রয়েছে এবং সহজের দেখাশোনা করছেন রাহুল।

প্রসঙ্গত , শুক্রবার রাজারহাট নিউটাউনের কাছে একটি ওয়েব সিরিজের শ্যুটিং করছিলেন প্রিয়াঙ্কা সরকার এবং অর্জুন চক্রবর্তী।সেই সময় আচমকা একটি বাইক এসে ধাক্কা মারে তাদের , বাইকচালক মত্ত অবস্থায় ছিল বলে সুত্রের খবর। পায়ে গুরুতর চোট পান প্রিয়াঙ্কা , জানা গিয়েছে পায়ের হাড় ভেঙে গিয়েছে অভিনেত্রীর , তবে অর্জুনের চোট সামান্যই।

বাইপাসের ধারের এক হাসপাতালে গতকাল দুপুরে ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন অস্ত্রোপচার হয় অভিনেত্রীর এবং সেই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার প্রাক্তন স্বামী রাহুল বন্দোপাধ্যায়। তবে সেই মত্ত বাইকচালকের খোঁজ এখনও পাওয়া যায়নি , তার খোঁজ চালাচ্ছে রাজারহাট থানার পুলিশ।
[ad_2]