[ad_1]
নিজস্ব প্রতিনিধি , মালদহ – হোটেলের শৌচাগারের দম্পতির ব্যক্তিগত মুহূর্তের ভিডিও করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল বিয়ে বাড়িতে। অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। যার জেরে আজ সকালে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। অভিযোগ উঠেছে হোটেল কর্তৃপক্ষের একাংশের উপরেও। যদিও হোটেলের এক কর্মীকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁকে থানা থেকে ছেড়ে দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মালদহের একটি হোটেলে। একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীর সঙ্গে এসেছিলেন হাওড়ার ওই দম্পতি। স্বামী-স্ত্রী দুজনে ওই হোটেলের পাশাপাশি দু’টি রুমে উঠেছিলেন। রাত ১টা নাগাদ তারা শৌচাগারে যান। কিছু সময় পর মহিলার স্বামী দেখতে পান, শৌচাগারের ভেন্টিলেটরে মোবাইল রেখে তাদের ভিডিও করা হচ্ছিল ।এমনটাই অভিযোগ জানান ওই মহিলা, ইংলিশবাজার থানার পুলিশকে। ঘটনাটি জানতে পেরে বিয়ে বাড়িতে শোরগোল পড়ে যায় ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংলিশবাজার থানার পুলিশ। অভিযুক্ত দুই যুবক ও হোটেলের এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর হাওড়ার দুই যুবককে গ্রেফতার করা হয়। তবে অভিযোগকারী মহিলার দাবি হোটেল কর্তৃপক্ষের একাংশও এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে ।কারন তাদের মদত ছাড়া রুমের বাথরুমে ক্যামেরা মোবাইল রাখা সম্ভব নয়। পুলিশের কাছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন মহিলা ও তার পরিবারের সদস্যরা।
[ad_2]