[ad_1]
নিজস্ব প্রতিনিধি, সিডনি – আগামী বছরের প্রথম দিকেই হবে অস্ট্রেলিয়ান ওপেন। করোনা বিধিতে যদি ছাড় না দেওয়া হয়, তাহলে হয়তো অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন না নোভাক জোকোভিচ। এমনই জানাচ্ছেন তাঁর বাবা সার্জন জোকোভিচ।
সার্বিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জোকারের বাবা সার্জন জোকোভিচ বলেছেন, “ভ্যাকসিন নেওয়া বা না নেওয়া নিয়ে যে বিতর্ক চলছে, সেই প্রসঙ্গে বলতে পারি, কে ভ্যাকসিন নেবে আর কে নেবে না, সেটা অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয়।“
এর পাশাপাশি তিনি আরও বলেছেন, “সেই ব্যক্তিগত বিষয়ে ঢুকে পড়ার অধিকার কিন্তু কারওরই নেই। ভ্যাকসিন নেওয়ার প্রসঙ্গে জোকারকে যে ভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছে, তাতে কিন্তু নোভাক অস্ট্রেলিয়ান ওপেন নাও খেলতে পারে।“
[ad_2]