[ad_1]
নিজস্ব প্রতিনিধি , দিল্লি – বাদল অধিবেশনে শৃঙ্খলা ভঙ্গ করায় শীতকালীন অধিবেশনের জন্য ১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। এই সাসপেনশন বাতিলের দাবিতে আজ সংসদের চত্বরের গান্ধী মূর্তির পাদদেশে কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্বরা সহ সাসপেন্ড সাংসদরা ধর্না দেন। এছাড়াও রাজ্যসভা এবং লোক সভার অন্যান্য সাংসদরাও বাকিদের পাশে দাঁড়াতে ধর্না মঞ্চে প্রতিদিন আসবেন।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিবেশনের শেষদিন অর্থাৎ ২৩ শে ডিসেম্বর পর্যন্ত ১০ টা থেকে ৬ টা ধর্না চালিয়ে তৃণমূলের দুই সাংসদ দোলা সেন এবং শান্ত ছেত্রী। এছাড়াও এই ধর্না মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যসভা ও লোকসভার অন্যান্য সাংসদরা।
তৃণমূল এবং কংগ্রেসের বর্তমানে দূরত্ব যে বেড়েছে তা অনেক ক্ষেত্রেই বোঝা গিয়েছে। কখনও তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করেছে। আবার কখনও কখনও উল্টোটাও হয়েছে। তবে এদিনের ধর্না মঞ্চে তৃণমূল নেতৃত্বের পাশে রাহুল গান্ধীর উপস্থিতি দিল্লি রাজনীতিতে নয়া মোড় আনতে চলেছে তা অনেকেই মনে করছেন।
তবে শুধু সংসদের বাইরেই নয় সংসদের অন্দরেও এই সাসপেনশন বাতিলের উত্তাপ পৌঁছেছে।অধিবেশন শুরুর ১০ মিনিটের মধ্যেই রাজ্যসভা মুলতুবি হয়ে যায়।
[ad_2]