[ad_1]
নিজস্ব প্রতিনিধি , মালদহ – গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বামনগোলা গ্রামের পঞ্চায়েতে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় অপসারিত হয়েছিলেন তিনি। সেই পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন রাণু বিশ্বাস রায়।
প্রসঙ্গত , মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ১৯ টি আসনে বিরোধী কোনো সদস্য নেই।কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েতে প্রধান রঞ্জিতা হালদারের বিরুদ্ধে তলবি সভায় অনাস্থা প্রস্তাব পেশ করেন কিছু পঞ্চায়েত সদস্য।সেখানে ১৬-০ ভোটে তিনি প্রধানের পদে অপসারিত হন।আজ তাঁর জায়গা নিলেন রাণু বিশ্বাস রায়।
গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পেয়ে রাণু বিশ্বাস রায় জানান,“আগামী দিনে দলের সঙ্গে চলতে চাই।জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।দলের নির্দেশেই পঞ্চায়েত পরিচালনা করব।”
বামনগোলা ব্লক তৃণমূলের সহসভাপতি শ্যামল মণ্ডল বলেন,“এই পঞ্চায়েতে পূর্বেও প্রধান ছিল। আজ আমাদের বর্তমান প্রধান হল রাণু বিশ্বাস রায়। তিনি এই এলাকার মানুষদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করবেন এবং দলের কথা রেখে দলের সঙ্গে চলবে এটা আমরা আশাবাদী।”
[ad_2]