[ad_1]
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – দীর্ঘ ২০ মাস স্কুল বন্ধ থাকায় অফলাইন এক্সামের থেকে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে পড়ুয়াদের। এরই মাঝে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। ১৬ই নভেম্বর থেকে নবম ও দশম শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। কিছুদিন পরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। তাই করোনা বিপত্তি কাটিয়ে যথা সত্বর টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে, সমস্ত প্রকার করোনা বিধি মেনেই এই পরীক্ষার আয়োজন করা হবে।
মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করেছে, ১৩ – ২৪ ডিসেম্বরের মধ্যে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শেষ করতে হবে। মাধ্যমিক পরীক্ষা ৭ই মার্চ থেকে শুরু হবে। তার আগে টেস্ট পরীক্ষায় পাশ করলেই মাধ্যমিকে বসতে পারবে পরীক্ষার্থীরা। কার্যত টেস্ট পরীক্ষার মাধ্যমেই, আবারো অফলাইন পরীক্ষা শুরু হতে চলেছে পর্ষদ ও সংসদের অধীনস্থ স্কুল গুলিতে। শিক্ষাবিদদের মতে, করোনা পরিস্থিতি গুরুতর হওয়ার ফলে, পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষা না নেওয়া যেতে পারে। তাহলে পরবর্তীতে মাধ্যমিকের ফল স্বরূপ টেস্টের নম্বরকে ধরা হবে। তাই টেস্ট পরীক্ষায় মেনে চলতে হবে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কাঠামো।
পরীক্ষার দিন ঘোষণা করার সময় পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘এইবার মাধ্যমিক পরীক্ষা দেবে মোট ৯ হাজার ৯৯১টি স্কুলের পড়ুয়া। পরবর্তীতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। ২০২২ সালে ৭ই মার্চ থেকে ১৬ই মার্চ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। সকাল ১১টা ৪৫ থেকে বেলা ৩টে পর্যন্ত সময়সীমা। প্রথম ১৫ মিনিট দেওয়া হয়েছে প্রশ্নপত্র পড়ার জন্য। এখন আপাতত শুধু টেস্ট পরীক্ষা হবে। পরবর্তীতে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে’।
[ad_2]