[ad_1]
নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – কোভিড হাসপাতালে অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে সরব হলেন কর্মীরা। এমনই ছবি ফুটে উঠেছে জলপাইগুড়িতে।স্বাস্থ্য দফতর থেকে নির্দেশ দেয় জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মরত ৭৫ জন অস্থায়ী কর্মীর কাজ বন্ধের। তারপরেই এ দিন কাজ ফিরে পাওয়ার দাবিতে হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করলেন কর্মহীন কোভিড যোদ্ধারা।
হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক রোহিণী রায় বলেন,“এতদিন আমরা কাজ করে যাচ্ছিলাম হঠাৎ করে হাসপাতালে তরফ থেকে বলা হয় আর আমাদের কাজ নেই। এক সময় এই কোভিড পরিস্থিতিতে অনেকেই কাজ করতে চাইছিল না। সেই সময় আমরা অন্য কাজ করতাম তখন লোভ দেখিয়ে বলা হয় আমাদের কাজ থাকবে সেই ভেবে আমরা কাজ ছেড়ে কোভিডের কাজ এসেছিলাম।বাড়ি ছেড়ে মাসের পর মাস এই হাসপাতালে কাটিয়েছি আমরা।আর এখন আমাদের কাছ থেকে বের করে দেওয়া হচ্ছে। আমরা চাই আমাদের পুনরায় কাজে নিয়োগ করা হোক।”
হাসপাতাল সহকারি সুপার সুস্নাত রায় জানান,“স্বাস্থ্য দফতর থেকে নির্দেশেই ৩০ নভেম্বর অস্থায়ী কর্মীদের কাজের শেষ দিন ছিল।এই নিয়ে আমরা আলোচনা করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি । এই অস্থায়ী কর্মীদের কাজ বন্ধ হয়ে যাওয়ার পরেও হাসপাতালে পরিষেবার কোন ব্যাহত হয়নি”।
[ad_2]